‘ধিকি ধিকি’, জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’ সহ অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন শাফিন আহমেদ। দেশের অন্যতম সফল ব্যান্ড মাইলসের ভোকাল হওয়ার পাশাপাশি গেয়েছেন একক গানও৷
এরই ধারাবাহিকতায় নিয়ে আসলেন তাঁর নতুন একক ‘শূন্যতা‘। প্রকাশিত হয়েছে গানটির অডিও ভার্সন, আগামী বৃহস্পতিবার তাঁর ইউটিউব চ্যানেলে আসছে মিউজিক ভিডিও। যেখানে মডেল হিসেবে দেখা যাবে সোনিয়া হোসেনকে।
গানটির ব্যাপারে শাফিন জানান, অস্ট্রেলিয়াপ্রবাসী নিয়াজ মাহমুদের লেখা গানটি প্রথমবার দেখেই তাঁর ভালো লেগে যায়৷ সুর করার পাশাপাশি সংগীতায়োজনও করেছেন তিনি নিজে। রেকর্ডিংও করা হয়েছে তাঁর নিজের স্টুডিওতে। দেশি-বিদেশি স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাবে ‘শূন্যতা’।
নিজের যেমন ভালো লেগেছে, তেমনি গানটি ভক্তদেরও ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সুরের সুবিধার্থে গানটির কিছু অংশের পরিবর্তন করা হয়েছে৷
কিছুদিন আগে কিডনি রোগীদের জন্য আয়োজিত একটি ভার্চুয়াল কন্সার্টে অংশ নেন শাফিন। কাজ করছেন তরুণ শিল্পীদেরকে এগিয়ে যেতে সহায়তা করার লক্ষ্যে, নিজের পুরনো গানগুলোর রিমেক এবং রিমাস্টারিং এর কাজেও হাত দিয়েছেন তিনি।