অনেকদিন পর নতুন গান নিয়ে এলেন জনপ্রিয় রকস্টার মিলা। গানটির নাম আইস্যালা৷শুধু যে গান গেয়েছেন তা-ই নয়। এই গানের গীতিকার এবং সংগীত পরিচালকও মিলা নিজেই। গত ২৩ ডিসেম্বর গানটি মুক্তি পায় জি-সিরিজের ব্যানারে।
‘আইস্যালা’ নিয়ে কথা বলতে গিয়ে মিলা বলেন, করোনাকালীন লকডাউনে হতাশায় বিপর্যস্ত মানুষকে আনন্দ দিতে পারবে এমন গানের প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করেন। তার ফলশ্রুতিতেই এলো এই গান। এছাড়া এটিই তার করা প্রথম ক্লাব ঘরানার গান বলেও উল্লেখ করেন তিনি।
মিলা তাঁর নতুন গানটি উৎসর্গ করেছেন সকল ডিজেদের প্রতি। গানটি বানানোর সময় তাদের কথা তাঁর মাথায় ছিলো।
তাই গানের প্রচারণায় এগিয়ে এসেছেন দেশের স্বনামধন্য ডিজেরাও। গানের প্রচারণায় নিজেদের পেইজে ভিডিও শেয়ার করেছেন ডিজে রাহাত, ডিজে সনিকা এবং আরও অনেকেই। গানের লঞ্চিং অনুষ্ঠানে গিয়েছিলেন ডিজে একেএস।
ডিজে সনিকার ভিডিওতে এসে ‘আইস্যালা’ গানটি গেয়েছেন মিলা। এছাড়া ডিজে একেএস শেয়ার করেছেন লঞ্চিং অনুষ্ঠানের লাইভ।
নিজেদের ভিডিওতে সবাই নিজেদের অনুষ্ঠানে বাংলা গান বিশেষ করে ‘আইস্যালা’ গানটিকে চালাতে এবং দেশীয় মিউজিককে প্রোমোট করার আহ্বান জানান।