সংগীতশিল্পী আসিফের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন আরেক সংগীতশিল্পী ন্যান্সি। তাঁকে নিয়ে নানা জায়গায় বাজে মন্তব্য করার কারণে মামলাটি করেন ন্যান্সি। তবে মামলার ব্যাপারে কিছুই জানতেন না আসিফ আকবর৷
গত ৩১শে ডিসেম্বর ন্যান্সির নাম উল্লেখ না করে এব্যাপারে ফেসবুকে স্ট্যাটাস দেন আসিফ। সমন পাওয়ার কথা এবং ময়মনসিংহে গিয়ে মামলা লড়তে হবে বলে জানান৷ এছাড়া তিনি কপিরাইট অফিসের সমালোচনা করেন এবং বলেন এই ধরণের কোন্দলে পড়ার কোন ইচ্ছাই তাঁর ছিলো না৷
স্ট্যাটাসে তিনি আরো লেখেন, তিনি এখন অনেক ধৈর্যশীল এবং এটি তার দূর্বলতা নয়।