কাজল আরেফিন রুমির ব্যাচেলর পয়েন্ট নাটকের সম্প্রচার শুরু হয় ২০১৮ সালে। এই ২০২১ সালেও নাটকটি চলছে বহাল তবিয়তে। এই নাটকের চরিত্রদের সংলাপ ঘোরে মানুষের মুখে মুখে। সাম্প্রতিক সময়ে এমন জনপ্রিয়তা অর্জন করতে পারে নি অন্য কোন নাটক। নাটকটিকে ঘিরে এর অভিনেতারা হয়ে গেছেন পরিবারের মত। ফলে তাঁরা আর অভিনয় করছেন বলে মনে হয় না, বরং মনে হয় বাস্তবেই তাঁরা এমন।
অনেকে আছেন যারা তাঁদেরকে নাটকের চরিত্রের নামেই চেনে। এছাড়া এ নাটকে বেশকিছু চরিত্র আছে যাদেরকে কখনো ক্যামেরায় দেখা যায় নি। ফলে এসব চরিত্র আসলে কারা, সেটা জানার আগ্রহেও দর্শকদের চোখ এই নাটক থেকে সরে না। মাঝে ডায়লগ এবং কয়েকজন অভিনেতার থাকা – না থাকা নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও নাটকটি এখনো দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সম্প্রতি তাঁরা নোয়াখালীতে শ্যুটিং করতে গেলে তাঁদের দেখতে মানুষের উপচে পড়া ভীড়ই প্রমাণ করে এই নাটক এবং এর চরিত্রগুলোর কতটা জনপ্রিয়।