জোভান-মেহজাবিন বর্তমান সময়ের জনপ্রিয় জুটিগুলোর একটি। একসাথে কাজ করেছেন অনেক নাটকে।
তাঁদের ক্যারিয়ারে অন্য মাত্রা যোগ করে বেস্ট ফ্রেন্ড নাটকটি, এখানে তাঁদের অভিনয় জয় করে নেয় দর্শকের মন। প্রথম নাটকটির পর বের হয় বেস্ট ফ্রেন্ড টু।
তবে বেস্ট ফ্রেন্ড টু তে জোভান ছাড়া বাকি শিল্পীদের পরিবর্তন হয়। এই নাটকে তাঁর বিপরীতে অভিনয় করেন তানজিন তিশা।
এবার আসছে বেস্ট ফ্রেন্ডের তৃতীয় কিস্তি। এতে ফিরলেন মেহজাবিন। জোভান আর মেহজাবিন ছাড়াও এখানে অভিনয় করেছেন আদর এবং শহীদ উন নবী।
আগেরমতই পরিচালনায় আছেন প্রবীর রায় চৌধুরী, গল্পকারও তিনি। শ্যুটিং হয়েছে ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে। জানুয়ারির ১ তারিখে টীজারটি প্রকাশ করা হয়েছে সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে।
সিডি চয়েস ছাড়াও নাটকটি দেখা যাবে আরটিভির পর্দায়। এবারের বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাবে এটি।