১৭ কোটি ৯৭ লাখ টাকা দামে তিন ওয়ানডে ও দুই টেস্টের এই সিরিজের টেলিভিশন স্বত্ব কিনলো ব্যানটেক। এক্ষেত্রে তারা পেছনে ফেলেছে গাজী টিভি এবং টি স্পোর্টসকে। যদিও কোন চ্যানেলে সিরিজটি দেখা যাবে তা এখনো নিশ্চিত নয়। সাধারণত ৪ বছরের জন্য সম্প্রচার স্বত্ব বিক্রি হলেও এখন করোনার কারণে এফটিপি নিশ্চিত না হওয়ায় শুধুমাত্র এই সিরিজের স্বত্ব বিক্রি করলো বিসিবি।
