অন্য কোন উপায় নেই বিধায় দেশের সিনেমা হলগুলোকে রক্ষার জন্য হিন্দি চলচ্চিত্র প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বুধবার এক সভায় এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ পরিচালক, পরিবেশক এবং প্রযোজক সমিতির নীতি-নির্ধারণী পরিষদ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন এই তিন সংস্থার প্রধানগণ। মূলত করোনায় স্থবির চলচ্চিত্রাঙ্গে তেমন কোন সিনেমা মুক্তি পাচ্ছে না। ফলে অন্য কোন পথ নেই দেখে সিনেমা হলগুলোকে বাঁচাতে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণে যে নিয়মগুলো রয়েছে, সেগুলো শিথিলের ব্যাপারে সরকারের প্রতি আবেদন জানানো হয় এই সভায়।