দর্শকনন্দিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছোটপর্দা বা বড়পর্দা যেখানেই অভিনয় করেছেন, রেখেছেন প্রতিভার সাক্ষর। এবার দর্শকরা তাঁকে দেখবেন নতুন রুপে।
তাঁর ফেসবুক পেইজ হতে পাওয়া তথ্যানুযায়ী ‘দ্যা বক্স’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা যাবে তাঁকে। অনুষ্ঠানটির মোট ৫টি পর্ব প্রচারিত হবে ১ম সিজনে। ইতিমধ্যেই এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন সিয়াম এবং নাবিলা।
তিশা বলেন, উপস্থাপনা করার ইচ্ছা ছিলো অনেকদিন ধরে কিন্তু মনের মত অনুষ্ঠান না পাওয়ায় করা হয় নি। এই অনুষ্ঠানের আইডিয়া এবং প্ল্যানিং ভালো লাগায় এখানে কাজ করছেন ।
উপস্থাপনার অভিজ্ঞতা সম্পর্কে বলেন, অতিথিদের অনেক হাসিঠাট্টা করেছেন। তাঁর ভালো লেগেছে। দর্শকদেরও ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এর আগে ‘মেরিল-প্রথম আলো পুরষ্কার’ অনুষ্ঠান সঞ্চালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
বর্তমানে তিশা ব্যস্ত সময় পার করছেন ‘ভালোবাসার প্রীতিলতা’ ছবির শ্যুটিংয়ে। প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে নির্মিত এটি। প্রদীপ ঘোষের এই চলচ্চিত্রে তাঁর বিপরীতে দেখা যাবে মনোজ প্রামাণিককে।
‘দ্যা বক্স’ অনুষ্ঠানটি দেখতে হলে আপনাকে চোখ রাখতে হবে এনটিভি এবং এটিএন বাংলার পর্দায়।