বর্তমানে ঢালিউডের মুকুটহীন সম্রাট শাকিব খান। চলচ্চিত্রাঙ্গনের অন্য সবার মত এবছরটি তাঁর জন্যও খারাপ গেলো। করোনা মহামারীর আগে আগে মুক্তি পায় তাঁর অভিনীত দুই চলচ্চিত্র ‘বীর’ এবং ‘শাহেনশাহ’। তেমন ব্যবসা সফল হতে পারে নি একটিও। তারপর তো লম্বা লকডাউন।
করোনার মাঝেও মুক্তি পেয়েছে নবাব এল.এল.বি। ঝুঁকি নিয়ে এই সিনেমার শ্যুটিং করেন তাঁরা ডিসেম্বরের ২য় সপ্তাহ পর্যন্ত। এটি মুক্তি পায় একটি অ্যাপে।
কিন্তু মুক্তির পরেই শুরু হয় এই মুভি নিয়ে নানা বিতর্ক। শাকিব খান নিজেও অভিযোগ করেছেন পরিচালকের বিরুদ্ধে, সাথে পেয়েছেন ভক্তদের। পরিচালকের অতীত রেকর্ডের কারণেই হয়তো এমনটা করেছেন তিনি।
সবমিলিয়ে ২০২০ এই সুপারস্টারের জন্যও হতাশাজনক। দেখা যাক ২০২১ এ কি করেন তিনি। এবছর আবারও পর্দায় অপু বিশ্বাসের সাথে দেখা যেতে পারে তাঁকে। বিরোধের কারণে তাঁদের জুটির কিছু মুভি অসমাপ্ত থেকে গেছে। ওগুলো মুক্তি পেতে পারে।
এছাড়া বর্তমানে আড়ালে থাকা বুবলীর সাথেও দেখা যেতে পারে তাঁকে। সবকিছু ঠিকঠাকমত হলে বিগত বছরগুলোর মত ২০২১ সালও হতে পারে শাকিবময়।